সাপাহারে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে তাল গাছের চারা রোপন
প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২১
হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: “মুজিব বর্ষের উদ্দীপন আনসার ভিডিপি আছে সারাক্ষণ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে তাল গাছের চারা রোপন কার্যক্রম-২০২১ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার্থে তাল গাছের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদ চত্ত্বরে দুই’টি তাল গাছের চারা রোপন করে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন।
এসময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাহারা বানুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্যা ফাহিমা পারভীন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ, পল্লী সঞ্চয়ী ব্যাংক কর্মকর্তা গোলাম রসুল, প্রেসক্লাব সহ সভাপতি সাংবাদিক হাফিজুল হক, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সোহেল চৌধুরী রানা প্রমূখ। পরে উপজেলার বিভিন্ন এলাকায় রোপনের জন্য আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে তাল গাছের চারা বিতরণ করা হয়।