সাপাহারে বরেন্দ্র বাতিঘর পাঠাগারের উদ্বোধন

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২১
smart

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:  নওগাঁর সাপাহারে “বরেন্দ্র বাতিঘর” নামক একটি পাঠাগারের শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় উপজেলার জবই বিল জীববৈচিত্র্য ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আশড়ন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সংস্থার সভাপতি সোহানুর রহমান সবুজের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী, সমাজসেবা অফিসার তৌফিকুর রহমান, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সন্তষ কুমার, আইহাই ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান, আইহাই ইউনিয়ন আ’লীগ সভাপতি সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোকতার হোসেন জুয়েল, আশড়ন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন মন্ডল, আইহাই ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক জিয়ারুজ্জামান টিটু, সূর্যমূখী কিন্ডার গার্টেনের পরিচালনক মনিরুল ইসলাম মনির প্রমূখ।

উদ্যোক্তারা জানান, দেশ বরেণ্য মনিষীদের জীবনী, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীসহ দেশ ও ইতিহাস বিখ্যাত বইগুলো নবীন ও প্রবীনদের কাছে পৌঁছে দিতে সাবেক উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরীর প্রেরণায় “বরেন্দ্র বাতিঘর” পাঠাগার স্থাপনের উদ্যোগ নেয় জবই বিল জীববৈচিত্র্য ও সমাজ কল্যাণ সংস্থা।

আপনার মতামত লিখুন :