টাঙ্গাইলে চোলাই মদসহ ২ মাদক কারবারি আটক
প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২১
টাঙ্গাইলের পৌর শহরে ১শ’ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে শহরের কান্দাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো- টাঙ্গাইল পৌর শহরের কলেজ পাড়া (মুচিপট্টি) এলাকার মৃত শিবু রবি দাসের ছেলে লিটন রবি দাস (৩০) এবং একই এলাকার মৃত দুলাল রবি দাসের স্ত্রী বীনা রবি দাস (৪২)।
র্যাব-১২, সিপিসি-৩ এর টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে র্যাব কমান্ডার জানান, আটকরা দীর্ঘদিন ধরে দেশীয় তৈরি চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ করে বিভিন্ন এলাকার মাদকসেবীদের কাছে বিক্রয় করে আসছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।