অবশেষে সেলিমের সিনেমায় চুক্তিবদ্ধ হলেন পরীমণি

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২১

গুঞ্জন সত্যি হলো। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমার জন্য চুক্তিবদ্ধ হলেন পরীমণি। এতে তিনি রাবেয়া চরিত্রে অভিনয় করবেন। বিষয়টি শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে নিশ্চিত করেন নির্মাতা নিজেই। জানান, এদিন সন্ধ্যায় ছবিটির জন্য চুক্তিবদ্ধ হন পরী।

সেলিম বলেন, ‘পরীকে পেয়ে আমি হ্যাপি। ওর সঙ্গে আগেও কাজ করেছি। আশা করছি রাবেয়া চরিত্রটি নতুন মাত্রা পাবে পরীর মাধ্যমে। কারণ ছবির মূল চরিত্রই এটি। পরী বলেন, আমি জেল থেকে যেদিন বের হই সেদিনই এই প্রস্তাব পাই। এটি আমার জন্য ছিল সেরা উপহারের মতো। আশা করছি কাজটি ভালো হবে।

বলা দরকার এই চরিত্রটির জন্য আগে চুক্তিবদ্ধ ছিলেন নুসরাত ফারিয়া। শিডিউল জটিলতার জন্য তিনি ছবিটি ছাড়েন। প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের ‘গুনিন’ ছোটগল্প অবলম্বনে নির্মিত হচ্ছে। প্রযোজনায় একটি ওটিটি প্লাটফর্ম।

‘গুনিন’ সিনেমায় আরও অভিনয় করবেন ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, আজাদ আবুল কালাম ও শরীফুল রাজ প্রমুখ। এরইমধ্যে সবার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে বলে জানান গিয়াস উদ্দিন সেলিম। শুটিং শুরু হচ্ছে অক্টোবরে।

 

আপনার মতামত লিখুন :