ছায়াবৃক্ষের দেশি জাতের গাছের চারা রোপন
প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২১
গতকাল ১৫ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টায় ছায়াবৃক্ষের আয়োজনে এবং আরসিসি বিল্ডার্স লিমিটেডের সহযোগিতায় খুলনা নগরীর হ্যানে রেলওয়ে উচ্চ বিদ্যালয় এবং উদয়ন খুলনা জিলা পুলিশ স্কুল প্রাঙ্গনে দেশি জাতের গাছের চারা রোপণ করা হয়েছে।
ছায়াবৃক্ষের প্রধান নিবার্হী মাহবুব আলম বাদশার পরিচালনায় উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, হ্যানে রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহ, উদয়ন খুলনা জিলা পুলিশ স্কুলের প্রধান শিক্ষক শেখ মাকসুমুল হাকিম শাহিন, সাংবাদিক খলিলুর রহমান সুমন, মোঃ মনির হোসেন, আব্দুল্লাহ আল ওয়ালিদ দোলন, সৈয়দ শহীদুজ্জামান রিপন, সহকারি শিক্ষক এস এম আক্তারুজ্জামান, মোহাম্মদ আজিজুল ইসলাম, সাইফুল ইসলাম, মারুফ হোসেন রাব্বি সহ স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ।