করোনা ভাইরাসের কারণে গোটা বিশ্ব যখন টালমাটাল তখনি কালীগঞ্জে রমরমা বানিজ্য মেলা
প্রকাশিত : ১৫ মার্চ ২০২০
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: করোনা ভাইরাসের কারণে গোটা বিশ্ব যখন টালমাটাল, সংক্রমণ এড়াতে যখন দেশের সরকার “মুজিববর্ষ” পালনের মতো গুরুত্বপুর্ন অনুষ্ঠান পরিবর্তন করতে বাধ্য হয়েছে, বিশ্বের বাঘা বাঘা রাষ্ট্র ও তার শাসকরা যখন নানা রকম বিধি নিষেধ আরোপ করে জনগনকে বাঁচানোর চেষ্টা চলাচ্ছেন তখন ঝিনাইদহের কালীগঞ্জে বিনা অনুমতিতে চলছে বানিজ্য মেলার নামে পয়সা কামানোর ধান্দা।
গত ৭ মার্চ কালীগঞ্জ শহরের নতুন বাজার এলাকার শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে এই মুহুর্তে জনগনের জন্য অকল্যানকর মেলাটি উদ্বোধন করা হয়। অথচ দুঃখ জনক হলেও সত্য ৯ দিনেও জানেন না কালীগঞ্জ উপজেলা প্রশাসন।স্থানীয়দের অভিযোগ মেলায় জনসমাগম ঘটিয়ে মানুষকে ঝুকির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে।
সন্ধ্যার পর অশ্লিল নাচ গান দেখতে মানুষ জমায়েত হচ্ছে। এই মুহুর্তে এ ধরণের মেলা চালানো কতটুকু যুক্তিযুক্ত ? তাই যে মেলায় মানুষের কল্যান নেই, বরং জনগনের জীবনের ঝুকি তৈরীর সম্ভাবনা রয়েছে তা এখনই গুড়িয়ে দেওয়া হোক।