মিশ্র মাছ চাষে সম্মাননা পাওয়ায় চেয়ারম্যান আয়নালকে গণসংবর্ধনা
প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২১
মো রাসেল ইসলাম: মিশ্র মাছ চাষে বিশেষ ভূমিকার জন্য যশোর জেলা মৎস্য অধিদপ্তর শার্শার চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হককে সম্মাননা দেওয়ায় গণসংবর্ধনা জানিয়েছেন ৯নং উলাশী ইউনিয়ন বাসি।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৪টার সময় উলাশী ইউনিয়ন পরিষদে হাজার হাজার মানুষের উপস্থিতিতে শার্শার সাংসদ শেখ আফিল উদ্দিন চেয়ারম্যান আয়নাল হককের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন। শার্শা উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বাররা বিভিন্ন উপহার পুরস্কার তুলে দেন।
উলাশী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহেব আলীর সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ: সভাপতি সালেহ্ আহম্মেদ মিন্টু,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল,উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার,সাংগঠনিক সম্পাদক আল-আমিন রুবেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য: জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে পাবদা,গুলশা,টেংরা ও কার্প মিশ্র মাছ চাষে সফলতা অর্জন করায় শার্শার উলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হককে বিশেষ সম্মাননা দেন যশোর জেলা মৎস্য অধিদপ্তর।