তৃতীয়বারের মতো জুটি গড়লেন শুভ-ঐশী
প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২১
মিশন এক্সট্রিম’ছবি দিয়ে জুটি গড়েছিলেন আরিফিন শুভ ও সাবেক মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী। প্রথম কিস্তির পর মিশন এক্সট্রিমের দ্বিতীয় কিস্তিতেও অভিনয় করেন তারা। এবার তৃতীয়বারের মতো জুটি গড়লেন এই জুটি। ছবির নাম ‘নূর’। চলতি বছরের প্রথমভাগে জানা গিয়েছিল এতে নায়ক হিসেবে আছেন আরিফিন শুভ। ছবির নির্বাহী প্রযোজকও তিনি। আর কিছুদিন আগে চুক্তিবদ্ধ হয়েছেন ঐশী।
বিষয়টি নিশ্চিত করেছে এর প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান জানান, আরিফিন শুভকে গত বছরেই এ সিনেমার জন্য চূড়ান্ত করা হয়েছিল। কিছুদিন আগে নায়িকা হিসেবে নেওয়া হয়েছে ঐশীকে। যেহেতু ‘নূর’ রোমান্টিক ছবি তাই এর নায়িকা হিসেবে রাখা হয়েছে তাকে। রায়হান রাফির পরিচালনায় ১১ সেপ্টেম্বর, শনিবার থেকে পাবনা সদরে শুরু হয়েছে শুটিং। ২০ দিন টানা এর কাজ চলবে।