খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ৬ মাস বাড়াতে সুপারিশ করেছে মন্ত্রণালয়: আনিসুল হক
প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২১
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ চতুর্থ দফায় ৬ মাস বাড়ানোর জন্য সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়।শনিবার রাতে দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘আমার জানামতে আইন মন্ত্রণালয়ের পাঠানো ফাইল এখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছে। কারণ স্বরাষ্ট্র মন্ত্রী ও সচিব দুজনেই দেশের বাইরে আছেন।
খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য মুক্তি চেয়ে গত আগস্ট মাসের শেষের দিকে তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়। ৭ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয় তাদের মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়।
করোনা মহামারি পরিস্থিতিতে ২০২০ সালের ২৫ মার্চ দুই শর্তে সরকারের নির্বাহী আদেশে মুক্তি পান খালেদা জিয়া। শর্ত দুই হলো- তিনি বাসায় থেকে চিকিৎসা নিতে পারবেন এবং বিদেশে যেতে পারবেন না। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার উপধারা ১-এ সাজা স্থগিত দেখিয়ে তিন দফায় এই মেয়াদ বাড়ানো হয়। সবশেষ ১৫ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে খালেদা জিয়ার কারাভোগের মেয়াদ ছয় মাস স্থগিত করে প্রজ্ঞাপন জারি করা হয়।