লেবুখালী সেতুটি শহীদ আলাউদ্দিন সেতু নাম করনের দাবিতে কলাপাড়ায় সমাবেশে
প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। লেবুখালীর নদীর উপর সদ্য নির্মিত সেতুটি ১৯৬৯ সালের ২৮ জানুয়ারী গনঅভ্যুত্থানে ‘‘শহীদ আলাউদ্দিন’’ নামকরন দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে পৌর শহরের সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরীপট্টিতে ’শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশের সভাপতিত্ব করেন আলাউদ্দিন স্মৃতি সংসদের কলাপাড়া উপজেলার সভাপতি এস, এম আবুল হোসেন।
এতে বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা আ’লীগের সহ-সভাপতি ড.শহিদুল ইসলাম বিশ্বাস, উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক মো.ফজলুর রহমান সানু সিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো.শফিকুল ইসলাম বাবুল, জেলা প্রেসক্লাব পটুয়াখালীর সাধারন সম্পাদক মো.কাউয়ুম উদ্দিন জুয়েল, অবসরপ্রাপ্ত প্রভাষক মো.রফিকুল ইসলাম, উদীচী শিল্পী গোষ্ঠী খেপুপাড়া শাখার সদস্য শিক্ষক অমল চন্দ্র কর্মকার প্রমূখ।
বক্তারা বলেন, বাঙালীর স্বাধীকার আন্দোলন ও উনসত্তরের গন অভ্যুত্থানে বরিশালে প্রথম শহীদ হন পটুয়াখালীর কলাপাড়ার কৃতি সন্তান শহীদ আলাউদ্দিন। তাকে অমর করে রাখার জন্য লেবুখালী সেতুর নামটি ‘‘শহীদ আলাউদ্দিন’’ রাখার দাবি জানান।