ভাসানচর থেকে পালিয়ে আসা ৯ রোহিঙ্গা মীরসরাইয়ে আটক
প্রকাশিত : ৯ সেপ্টেম্বর ২০২১
চট্টগ্রামের মিরসরাইয়ে ভাসানচর থেকে পালিয়ে আসা নারী-শিশুসহ ৯ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এর মধ্যে চারজন নারী, তিনজন শিশু ও দুইজন পুরুষ রয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার সাহেরখালী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়। স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহমান বলেন, ভাসানচর থেকে পালিয়ে আসা কয়েকজন রোহিঙ্গাকে আটক করে আমার কাছে নিয়ে আসে স্থানীয়রা।
পরে চেয়ারম্যানের মাধ্যমে থানায় জানানো হলে পুলিশ তাদের নিয়ে যায়। মিরসরাই থানার ওসি (অপারেশন) দীনেশ চন্দ্র দাশ বলেন, আটক রোহিঙ্গারা ভাসানচর থেকে পালিয়ে আসার কথা স্বীকার করেছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এর আগে, বুধবার সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের উত্তর সলিমপুর সমুদ্র উপকূল থেকে নারী-শিশুসহ ১৯ রোহিঙ্গাকে আটক করা হয়।