শার্শায় ভারতীয় ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত : ৫ সেপ্টেম্বর ২০২১

মো. রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় ২২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তিন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) বিকাল ৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. ইদ্রিসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে শার্শা থানাধীন গোপালপুর এলাকার একটি আম বাগানের সামনে থেকে ফেনসিডিলসহ তিনজনকে হাতেনাতে গ্রেফতার করে।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন, শার্শার কালিয়ানী গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে মো. সায়েম (৩৭), ইন্তাজ আলী সরদারের ছেলে আব্দুল খালেক (৪০) ও মৃত করিম বক্সের ছেলে আব্দুল মান্নান দুদু (৫৫)। এবিষয়ে ডিবি পুলিশের এসআই মো. ইদ্রিসুর রহমান প্রতিনিধি রাসেল ইসলামকে জানান, গ্রেফতার তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদেরকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

 

আপনার মতামত লিখুন :