গলাচিপায় ২ জন মাদকসেবী আটক, ভ্রাম্যমান আদালতে ৬ মাসের জেল
প্রকাশিত : ১৫ মার্চ ২০২০
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় দুই জন মাদকসেবীকে আটক করেছে পটুয়াখালী র্যাব-৮। সিপিসি – ১ পটুয়াখালী ক্যাম্প এর একটি বিশেষ অভিযান দল কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে রোববার বিকালে গলাচিপা উপজেলার উলানিয়া বাজার এলাকা থেকে মাদকসেবীদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ডাকুয়া ইউনিয়নের রফিক হাং এর ছেলে সোহেল হাং (৩০) ও বাসুদেব মাঝির ছেলে সঞ্জিব মাঝি (২০)। পরে এদেরকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের সাজা প্রদান করেন। এ বিষয়ে কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে র্যাব-৮ অভিযান চলবে।