টাইগারদের অভিনন্দন জানালেন স্পিকার
প্রকাশিত : ৩ সেপ্টেম্বর ২০২১
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের ২য় ম্যাচে জয়লাভ করায় টাইগারদের অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান তিনি।
উল্লেখ্য, শুক্রবার (৩ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৪ রানের ব্যবধানে হারায় বাংলাদেশ। এর আগে শুরুতে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৪২ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৩৭ রানের বেশি করতে পারেনি সফরকারীরা।