মেহেদীর সঙ্গে ন্যান্সি-মহসীনের বিয়ে সম্পন্ন
প্রকাশিত : ৩ সেপ্টেম্বর ২০২১
পারিবারিকভাবে ছোট আয়োজনে বিয়ে সম্পন্ন করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি ও গীতিকার মহসীন মেহেদীর। আগস্ট মাসে হয়েছে তাদের বিয়ে। তবে তারিখ প্রকাশ করেননি। বিষয়টি নিয়ে ন্যন্সি গণমাধ্যকে বলেন, ‘পারিবারিকভাবেই আমাদের বিয়ে হয়েছে। ইচ্ছা ছিল বিয়ের আয়োজন করার। কিন্তু কোভিডের কারণে আয়োজন করা হলো না।’
এখন থেকে ঢাকাতেই স্থায়ীভাবে থাকবেন উল্লেখ করে এই শিল্পী জানান, ঢাকাতে বাসা নিয়েছেন তারা। বিয়ের পর নতুন দম্পতি সেখানেই থাকবেন। আগস্ট মাসেই হয় ন্যান্সি ও মেহেদী মহসীনের আংটি বদল। মেহেদী মহসীন একজন গীতিকার এবং দেশের নামকরা সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম-এর চিফ অপারেটিং অফিসার (সিওও)।