নিখোঁজ সাংবাদিক কাজলের সন্ধান না পাওয়ায় জাতীয় সাংবাদিক ক্লাবের উদ্বেগ
প্রকাশিত : ১৫ মার্চ ২০২০
কাজী জহির উদ্দিন তিতাস: সম্প্রতি নিখোঁজ দৈনিক পক্ষকালের সম্পাদক সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের সন্ধান না পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সাংবাদিক ক্লাব কেন্দ্রীয় কমিটি। পাশাপাশি তারা সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের সন্ধানের দাবি জানিয়েছেন। জাতীয় সাংবাদিক ক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী জহির উদ্দিন তিতাস স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবী জানানো হয়।
বিবৃতিদাতারা হলেন জাতীয় সাংবাদিক ক্লাবের সভাপতি কাজী জহির উদ্দিন তিতাস, সিনিয়র সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম জোমাদ্দার মিলন, সহ সভাপতি মোঃ হাসান আলী রেজা দোজা, সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম সাইফুল, সাংগঠনিক সম্পাদক বি. এম. সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক আকলিমা আখতার শিউলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ, ধর্ম বিষয়ক সম্পাদক মাও: কে. এম. নুহু হোসাইন, ক্রীড়া বিষয়ক সম্পাদক কায়কোবাদ, সদস্য মিতু মেহজাবিন, তাহমিনা আক্তার তনু, মনসুর আহমেদ, এস এম জাহিদুল হাসান, আব্দুর রহমান রিপন প্রমুখ।
বিবৃতিদাতারা বলেন- সাংবাদিক শফিকুল ইসলাম কাজল নিখোঁজের ঘটনায় আমরা উদ্বেগ ও উৎকণ্ঠায় আছি। এ ঘটনা প্রমাণ করে যে, দেশের সাংবাদিক সমাজ কর্মক্ষেত্র সহ সর্বত্র নিরাপত্তাহীনতায় রয়েছে। এহেন পরিস্থিতে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী তৎপরতা চালিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে খুঁজে বের কওে পরিবারের মাঝে ফিরিয়ে দেয়ার দাবী জানান জাতীয় সাংবাদিক ক্লাব নেতৃবৃন্দ।