শার্শার নিজামপুরে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
প্রকাশিত : ১ সেপ্টেম্বর ২০২১
স্টাফ রিপোর্টার:
গ্রামবাংলার ঐতিহ্যবাহী জনপ্রিয় ফুটবল খেলায় শত শত ফুটবল প্রেমী দর্শকদের পদচারণায় মুখরিত শার্শা উপজেলার নিজামপুর স্কুল মাঠ।
ঊুধবার (১ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন নিজামপুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ। ফুটবল খেলা মাঠের চারিদিকে ফুটবল প্রেমী মানুষের খেলাটি উপভোগ করতে দেখা যায়। উদ্বোধন খেলায় লাউতাড়া ফুটবল একাদশ বনাম বলিদহ ফুটবল একাদশের খেলা অনুষ্ঠিত হয়।
নিজামপুর ফুটবল একাদশের আয়োজনে টুর্নামেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, ইউপি সদস্য নজরুল ইসলাম, ইউপি সদস্য আমিনুর রহমান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি আলাউদ্দিনসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফুটবল টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, নিজামপুর ফুটবল একাদশের বর্তমান ও সাবেক খেলোয়াড় নাসির উদ্দীন মাষ্টার, ইমামুল হক ভট্টো, হাফিজুর রহমান, ফারুক হোসেন, মোশারফ হোসেন, গোলাম রসূল, সাংবাদিক নয়ন সরদার, সোহেল রানা, জাহিদ হাসান মুন্নাসহ আরো অনেকে।
খেলাটি পরিচালনায় রেফারির দায়িত্ব পালন করেন মিন্টু রহমান, সহকারী হিসাবে ছিলেন বাবুল হোসেন ও লাল্টু মিয়া। ধারাভাষ্যকার হিসাবে দায়িত্বে ছিলেন লক্ষণ সেন।