গলাচিপায় গৃহহীন অসহায় রিয়াজের নেই মাথা গোজার ঠাই
প্রকাশিত : ৩১ আগস্ট ২০২১
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় গৃহহীন অসহায় রিয়াজের মাথা গোজার ঠাই নাই। প্রধানমন্ত্রীর সহায়তা চায় রিয়াজের পরিবার। উপজেলার আমখোলা ইউনিয়নে বাউরিয়া গ্রামের গৃহহীন অসহায় রিয়াজের দুই ছেলে মেয়েকে নিয়ে তার পরিবার। জীবন যুদ্ধে আশ্রায়ন প্রকল্পের একটি অফিস ঘরের মধ্যে বসবাস করছেন। আশ্রায়ন প্রকল্প-২ এর ২২ ইঞ্জিনিয়ার ব্যাটেলিয়ান ৭ পদাতিক ডিভিশনের ৮০ ব্র্যাকে কোন ঘর না পেয়ে দীর্ঘ ৮ মাস পর্যন্ত একটি অফিস কক্ষে স্ত্রী সন্তানদের নিয়ে মানবেতর জীবন যাপন করছে রিয়াজ।
রিয়াজের পরিবার খুবই দরিদ্র, অটো রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করছে। রিয়াজ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমখোলা ইউনিয়নের বাউরিয়া গ্রামের সুলতান হাওলাদারের ছেলে আমি। পরিবারের জমি-জমা নদী ভাংগনে নিয়ে যাওয়ায় নেই কোন মাথা গোঁজার ঠাঁই। আমি স্ত্রী সন্তানদের নিয়ে বাউরিয়া গ্রামের আশ্রায়ন প্রকল্পের কোন ঘর না পেয়ে অফিস কক্ষে প্রায় ৮ মাস পর্যন্ত পরে আছি। এলাকার লোকের কাছে জানতে চাইলে তারা বলেন, হ্যা এই অসহায় পরিবারটি সরকারি ঘর পাওয়ার যোগ্য। পরিবারটি আশ্রায়ন প্রকল্পের একটি রুম পাওয়ার যোগ্য।
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গৃহহীন এই পরিবারটি জীবন শেষ অধ্যায়ে মাথা গোজার ঠাঁই হিসাবে একটি রুম পেলে সুন্দরভাবে তারা বসবাস করতে পারবে। বাউরিয়া আশ্রায়ন-২ প্রকল্পের ৮০ ব্র্যাকের সাধারণ সম্পাদক মো. শহিদ পাঠান বলেন, ৮ মাস পর্যন্ত আমাদের ব্র্যাকের অফিসে রিয়াজ তার পরিবার সন্তান নিয়ে বসবাস করছেন। আসলেই পরিবারটি অসহায় এবং গৃহহীন। আমখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান মনির বলেন, আসলেই রিয়াজের পরিবারটি অসহায়, ভূমিহীন ও গৃহহীন। তাদের সরকারি ভাবে তাদের একটি ঘরে পেলে তারা উপকৃত হবে। উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, যাচাই বাছাই করে প্রকৃত ভূমিহীন হলে তাদেরকে সরকারিভাবে ভূমি ও ঘর দেওয়া হবে।