কোম্পানীগঞ্জে ইসলামী ব্যাংকের আউটলেট উদ্বোধন
প্রকাশিত : ৩১ আগস্ট ২০২১
নোয়াখালীর কোম্পানীগঞ্জের আবু মাঝির হাটে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এজেন্ট আউটলেট উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় আউটলেটটির উদ্বোধন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মনছুরুল আলম।
এ সময় এজেন্ট স্বত্বাধিকারী মো. আবুল কাশেমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- ব্যাংকের বসুরহাট শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. দেলোয়ার হোসেন, চরহাজারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাস্টার ফজলুল করিম, চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির শাহাজাদা, হাজারীহাট আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা শাহাজাহান, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক আবদুল্যাহ আল মামুন, আবুমাঝিরহাট দাখিল মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট মাওলানা মহি উদ্দিন।