বেনাপোলে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
প্রকাশিত : ৩১ আগস্ট ২০২১
মো. রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার:
বেনাপোল রেলস্টেশন পুলিশ ফাঁড়ির পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ আগস) সকাল ৮ টার সময় বেনাপোল পোর্ট থানার পুলিশ লাশটি উদ্ধার করে। তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. মামুন খান বাংলা এক্সপ্রেস কে জানান, সকালে স্থানীয়রা বেনাপোল রেলস্টেশন পুলিশ ফাঁড়ির পাশে এক অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে তাদেকে খবর দেয়। পরে ঘটনা স্থলেগিয়ে লাশটি উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে।