মেসির অভিষেকে এমবাপের জোড়া গোল
প্রকাশিত : ৩০ আগস্ট ২০২১
শুরু থেকে শেষ পর্যন্ত প্রাধান্য দেখাল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। কিলিয়ান এমবাপের অসাধারণ নৈপুণ্যে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ল কোচ মরিসিও পচেত্তিনোর দল। ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে ম্যাচের দ্বিতীয়ার্ধে অভিষেক ঘটল প্যারিসিয়ানদের নতুন তারকা লিওনেল মেসির।
রবিবার রাতে ফরাসি লিগ ওয়ানে রাঁসের মাঠে ২-০ গোলে জিতেছে পিএসজি। জোড়া গোল করেন বিশ্বকাপজয়ী তরুণ ফরাসি স্ট্রাইকার এমবাপে। পুরো ম্যাচে বল দখল আর আক্রমণে আধিপত্য করে পিএসজি। গোলমুখে তাদের নেওয়া ১২টি শটের তিনটি ছিল লক্ষ্যে। বিপরীতে, রাঁসও তিনটি শট লক্ষ্যে রাখে দশটি শট নিয়ে।
চার ম্যাচের সবকটিতে জিতে ফরাসি লিগের পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজি। চার ম্যাচে তাদের অর্জন পূর্ণ ১২ পয়েন্ট। সমান ম্যাচে ১৭ নম্বরে থাকা রাঁসের সংগ্রহ ৩ পয়েন্ট।