ঝিনাইদহে ছাত্রলীগ নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে যখম
প্রকাশিত : ১৫ মার্চ ২০২০
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহে শেখ মোঃ সুমন (২০) নামের এক ছাত্রলীগ নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে যখম করা হয়েছে। শুক্রবার সন্ধায় সদর উপজেলার মধুপুর বাজারে এ ঘটনা ঘটে। আহত সুমন মধুপুর গ্রামের শেখ মোঃ মফিজের ছেলে ও ঝিনাইদহ জেলা ছাত্রলীগের উপ- স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক। আহত সুমন জানায়, শুক্রবার বিকেলে মধুপুর বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল সে। সেসময় স্থানীয় কিছু লোকজন আমার উপর অতর্কিত হামলা চালায়।
সেসময় আমার শরীরে লোহার রঢ ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে। স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় পুলিশ পাঠিয়েছি। অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।