কলাপাড়ায় বসতঃবাড়ী পুড়ে ছাই
প্রকাশিত : ১৫ মার্চ ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,১৫ মার্চ।। পটুয়াখালীর কলাপাড়ায় মো.জসিম নামে এক রিক্্রাচালকের বসতঃবাড়ী পুড়ে ছাই হয়েছে। শনিবার রাত ১০ টার দিকে পৌরশহরের কবি নজরুল ইসলাম সড়ক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন অন্ততঃ একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন পরোপুরি নেভাতে সাহায্যে করে । জসিম ওই এলাকার ঠিকাদার মো.কবির মৃধার বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো । তবে আগুনের সূত্রপাত সর্ম্পকে কেউই কিছু বলতে পারছে না। ধারনা করা হচ্ছে, চুলার আগুন থেকে এ দূর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা উল্লেখ করেন।
এ ব্যাপারে ঠিকাদার মো.কবির মৃধা জানান, গরীব মানুষ হিসেবে জসিমকে বসবাসের জন্য জায়গা দেয়া হয়েছিল । আগুন যখন জ্বলছিল, প্রতিবেশী এবং স্থানীয় ফায়ার-সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে আন্তরিক ছিল বলে পাশাপাশি অন্য বাড়ীতে ছড়াতে পারেনি।