গঙ্গামতি সৈকতে আরও একটি মৃত ডলফিন
প্রকাশিত : ২৫ আগস্ট ২০২১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ২৪ আগস্ট।। পর্যটন কেন্দ্র কুয়াকাটার গঙ্গামতি সৈকতে আরও একটি মৃত ডলফিন ভেসে এসেছে। সোমবার শেষ বিকেলে এটি স্থানীয় জেলেরা দেখতে পায়। ডলফিনটির শরীরে পচন ধরেছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকতার নির্দেশে বন বিভাগ এটিকে মাটি চাপা দিয়েছে।
এর আগেও কুয়াকাটা সৈকতের বিভিন্ন পয়েন্টে বেশ কয়েকটি মৃত শুশক, ডলফিন ও তিমি ভেসে এসেছিল বালে স্থানীয় সূত্রে জানা গেছে। বন বিভাগের কলাপাড়া উপজেলা ফরেস্ট অফিসার মো.আব্দুস সালাম বলেন, এটি শুশক প্রজাতির। উপজেলা নির্বাহী কর্মকতার নির্দেশে এটিকে মাটিচাপা দেয়া হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।