হবিগঞ্জে ১ কেজি গাঁজা সহ এক মহিলা গ্রেফতার

প্রকাশিত : ২৫ আগস্ট ২০২১

ফরিদ আহমদ শিকদার: হবিগঞ্জ জেলা সহ নবীগঞ্জ উপজেলা ঘুরে জানা যায়, নবীগঞ্জ, সালামতপুর, কুর্শি, আউশকান্দি, সৈয়দপুর, বান্দের বাজার ও ইনাতগঞ্জ সহ বিভিন্ন আনাছে কানাছে মাদক ব্যনসায়ীরা নারী, পুরুষ সহ শিশু কিশোরদের দিয়েও গড়ে তুলেছে বিশাল মাদকের সেন্ডিকেট। তাদের বিরুদ্ধে এর পূর্বে যে বা যাহারা প্রতিবাদ করেছে তাদের এর খেসারত দিতে হয়েছে।

স্থানীয়রা জানান, মাদক ব্যবসায়ীদের ধরতে বা কিছু বলতে গেলে উল্টো আরো আমাদের উপর চড়াও হয়ে মিথ্যা অপবাদ দিয়ে সমাজে আমাদের মান সম্মান নষ্ট করে। যেই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলবে বা বলে তারা নিশ্চিত হামলা বা মামলা অথবা মাদক দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করে। এসবের কারনে সচেতন মহল লোকজন মাদকের বিরুদ্ধে কোন কথা বলতে রাজি হননি।

এরই অংশ হিসেবে (২৪ আগষ্ট) মঙ্গলবার সকাল ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এস.আই কামাল, এস.আই নাঈম, এ.এস.আই সিরাজুল ইসলাম সহ তাদের সঙ্গিয় বিশেষ ফোর্স নিয়ে মিটটিলা বনগাঁও গ্রামের জয়নুল মিয়ার স্ত্রী শাহিনা বেগমকে গদার বাজার থেকে ১ কেজি গাঁজা সহ গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

 

আপনার মতামত লিখুন :