সৈয়দপুরতে গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া
প্রকাশিত : ২৪ আগস্ট ২০২১
মোঃ পন্ডিত হোসেন : সৈয়দপুর ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) বিকালে সৈয়দপুর পুরাতন। সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোসলেহউদ্দিনের সভাপতিত্বে ও রুস্তম আলী সরদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন এড: আবু হাসনাত মোঃ শহীদ বাদল সাধারণ। সম্পাদক নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ। প্রধান বক্তা ছিলেন মোহাম্মদউল্লাহ আল মামুন সাধারণ সম্পাদক সদর থানা আওয়ামী লীগ।
বিশেষ অতিথি ছিলেন ফজর আলী আওয়ামী নেতা ও বিশিষ্ট শিল্পপতি, নাজির হোসেন ফকির সাবেক সাংগঠনিক সম্পাদক নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগ। প্রধান অতিথি শহীদ বাদল তার বক্তব্য বলেন, যারা স্বাধীনতাকে মেনে নিতে পারেনি তারাই বঙ্গবন্ধুসহ পরিবারে হত্যা করেছিল।
এ সময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এস এম গিয়াসউদ্দিন মন্ডল, শালিস গাজী কামাল হোসেন, আলী নুর মোল্লা, গোগনগর ইউপি সদস্য রফিকুল ইসলাম, সৈকত হোসেন বেপারী, আবদুল মোতালেব, নাজমা বেগম, সৈয়দ হোসেন, আক্তার ফকির, তৌহিদ ফকির, যুবলীগ নেতা মিয়া সোহেল, শাহিদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।