৩১ আগস্টের পরও আফগানরা দেশ ছাড়তে পারবে: তালেবান
প্রকাশিত : ২৩ আগস্ট ২০২১
তালেবানের পক্ষ থেকে আফগানিস্তানের নাগরিকদের দেশে থেকে পুনর্গঠন কাজে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে যারা দেশ ছাড়তে চায় তাদের উপযুক্ত কাগজপত্র থাকলে তালেবান কোনও বাধা দেবে না। সোমবার গোষ্ঠীটির এক মুখপাত্র ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এ তথ্য জানিয়েছে।
তালেবান মুখপাত্র সুহাইল শাহিন বলেন, বিদেশি সেনা প্রত্যাহারের সময়সীমা ৩১ আগস্ট পার হয়ে গেলেও বাণিজ্যিক ফ্লাইটে মানুষ আফগানিস্তান ত্যাগ করতে পারবে। তিনি বলেন, তাদের নামে পাসপোর্ট থাকলে আমরা বাধা দেবো না। যেকোনও সময় বাণিজ্যিক ফ্লাইটে তারা দেশ ছাড়তে পারবে। আমরা চাই তারা দেশে থাকুক। কিন্তু তারা যেতে চাইলে যেতে পারবে, যদি তাদের উপযুক্ত কাগজপত্র থাকে।
তালেবান মুখপাত্র হুঁশিয়ারি জানিয়ে বলেন, বিদেশি সেনারা যদি ৩১ আগস্টের পরও আফগানিস্তানে অবস্থান করে তাহলে পরিণতি ভয়াবহ হবে। এর মাধ্যমে কী বোঝাতে চাইছেন তা স্পষ্ট করেননি সোহাইল শাহিন। শুধু বলেছেন, তালেবান নেতৃত্ব এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
মঙ্গলবার জি-৭ নেতারা ভার্চুয়ালি বৈঠকে বসবে। কাবুল বিমানবন্দরের বিশৃঙ্খল অবস্থার কারণে তারা ৩১ আগস্টের সময়সীমা বাড়ানোর চেষ্টা করবেন।