পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
প্রকাশিত : ২৩ আগস্ট ২০২১
মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ আগস্ট) দুপুরে শিবচর উপজেলা দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর মাহফুজা নিশাত বালিকা বিদ্যালয়ে চেক বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক(পুর্নবাসন) মহব্বত জান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সিএসসি কর্নেল আজম ও সিএসসির কনসালটেন্ট শ্যামা প্রসাদ বেপারী।
বাংলাদেশ রেলওয়ে ও বাংলাদেশ সেনাবাহিনী (সিএসসির) সহযোগিতায় পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের পুর্নবাসন কার্যক্রম বাস্তবায়নকারী বেসরকারি সংস্থা ডরপের আয়োজনে শিবচরে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের ক্ষতিগ্রস্তদের মাঝে এ ক্ষতিপূরণ প্রদান করা হয়। এ সময় ৩১৯ জন ক্ষতিগ্রস্তের মাঝে প্রায় ৫ কোটি ১৩ লাখ ৭৩ হাজার ৮৮২ টাকার চেক বিতরণ করা হয়।
বেসরকারি সংস্থা ডরপ জানায়, ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত (পিবিআরএলপি ফেস ১) এর আওতায় সর্বমোট ৫ হাজার ২ শত ৬২ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তির মধ্যে মোট ১২৫ কোটি ৭৩ লক্ষ ৫৮ হাজার ৮ শত ৮২ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এ সময় প্রধান অতিথি বলেন, চেক প্রদানে কিছুটা বিলম্ব হলেও আমরা চাই পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের ক্ষতিগ্রস্তরা যাতে প্রত্যেকে তার নিজের ক্ষতিপূরণের টাকা নিজেরাই গ্রহণ করতে পারেন, সেই ব্যবস্থা আমরা করেছি। এ কারণে আমরা অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেকের হাতে চেক তুলে দিচ্ছি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডরপের রি সেটেলমেন্ট কো অর্ডিনেটর অ্যাডভাইসর, মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম, ডরপের পরিচালক (পুর্নবাসন) লুৎফর কবির চৌধুরী, ডিটিএল ওমর ফারুক ও ডরপের এরিয়া ম্যানেজার (মাওয়া টু ভাঙ্গা) মো. তানভির আহমেদ, ডরপের ডেপুটি ট্রেনিং কো-অর্ডিনেটর মো. অহিদুজ্জামান লিটনসহ অন্যান্যরা।