বাগআঁচড়ায় গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল
প্রকাশিত : ২১ আগস্ট ২০২১
মো: রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: শার্শার বাগআঁচড়ায় ২০০৪ সালের ২১ শে আগষ্টে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ আগষ্ট) বিকাল ৪টার দিকে বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
দোয়া অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন খুরশিদ মিলন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের জন্য দোয়া ও মোনাজাত করেন বাগআঁচড়া জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব খায়রুল আলম।