রওশন এরশাদের সুস্বাস্থ্য কামনায় এমপি খোকার মিলাদ ও দোয়া
প্রকাশিত : ২১ আগস্ট ২০২১
জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের সুস্বাস্থ্য কামনায় গতকাল শুক্রবার বাদ আসর এমপি খোকার নিজেস্ব কার্যালয়ে সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ)আসনের সাংসদ ও জাতীয় পার্টি’র প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা।
মাহফিলে এমপি খোকা মোনাজাতের আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বলেন, সাবেক ফার্স্ট লেডি প্রয়াত এইচ এম এরশাদের স্ত্রী বেগম রওশন এরশাদ আগের চেয়ে কিছুটা ভালো আছেন। এসময় এমপি খোকা বেগম রওশন এরশাদের সুস্বাস্থ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এসময় হাবীবপুর বাইতুল ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আবু ওবাইদ দোয়া পরিচালনা করেন।
দোয়া ও মিলাদ মাহফিল উপস্থিত ছিলেন,জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব বেলাল হোসেন,জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, জাতীয় পার্টির জেলা যুগ্ম আহব্বাক আজিজুর রহমান বাদল,জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক আনিসুর রহমান বাবু,জাতীয় পার্টির স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য জাবেদ রায়হান জয়সহ বিভিন্ন ইউনিয়ন জাতীয় পার্টির ও এর অংঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১৪ আগস্ট রাতে রওশন এরশাদের অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তাকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়।