সাপাহার প্রেসক্লাবের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে সভা

প্রকাশিত : ১৯ আগস্ট ২০২১

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:  নওগাঁর সাপাহার প্রেসক্লাবের সাংগঠনিক তৎপরতা বাড়াতে এবং সংগঠনকে গতিশীল করতে আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা সদরে প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংগঠনিক তৎপরতা বাড়াতে এবং সংগঠনকে আরও গতিশীল করতে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে দুপুরে এক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সাপাহার প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় সাংগঠনিক তৎপরতা বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, সহ-সভাপতি হাফিজুল হক, সাংগঠনিক সম্পাদক সোহেল চৌধুরী রানা, কার্যনির্বাহী সদস্য আবুল হোসেন, দছির উদ্দীন, নবিবুর রহমান ও জুয়েল রহমান প্রমূখ।

এসময় প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক শামিম হোসেন, প্রচার সম্পাদক নাজমুল হক সনি, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান,মরিয়ম বেগম, আবুজা রহমান, সাবিনা ইয়াসমিন পুতুল সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :