গলাচিপা বাজারে ৫৫ কেজি ওজনের গোলপাতা মাছ

প্রকাশিত : ১৯ আগস্ট ২০২১

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা বাজারে বৃহস্পতিবার বিরল প্রজাতির ৫৫ কেজি ওজনের একটি গোলপাতা মাছ ওঠে। গলাচিপা বাজারে এ বিরল প্রজাতির মাছ আনা হয়। মাছটি দেখতে সেখানে উৎসুক মানুষের ভিড় লেগে যায়।জানা গেছে, পটুয়াখালীর গলাচিপায় জেলে সাগর মাঝি বাজারের বিশিষ্ট বরফ ব্যবসায়ী লিকন তালুকদার কাছে মাছ বিক্রি করেন।

উপজেলার গোলখালী গ্রামের সাগর মাঝি বলেন, উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে গত বুধবার জেলেদের জালে এই গোলপাতা মাছটি ধরা পড়ে। প্রায় সাত ফুট দৈর্ঘ্য ও দুই ফুট প্রস্থের এই মাছটি উপজেলার বরফ ব্যবসায়ী লিকন তালুকদারের কাছে পাঁচ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

গলাচিপা মাছ বাজারের সভাপতি মোঃ চুন্নু মৃধা বলেন, বাজারে এর আগে গোলপাতা মাছ এলেও এত বড় মাছ কেউ দেখেনি। এ জন্য মাছটি দেখতে উৎসুক মানুষ ভিড় করে। গলাচিপা পৌরসভার প্যানেল মেয়র সুশীল বিশ্বাস বলেন, বাজারে গোলপাতা মাছ আসার খবর পেয়ে আমিও একনজর দেখতে গিয়েছিলাম। এমন মাছ আমাদের এখানে দেখা যায় না।

উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুল নবী বলেন, এলাকার মানুষ এটিকে গোলপাতা মাছ নামে চিনলেও এটি এক ধরনের সেইল ফিশ। খেতে খুব সুস্বাদু হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। এ মাছ গভীর সমুদ্রে দেখা যায়।

 

আপনার মতামত লিখুন :