বরিশাল সিটি মেয়রসহ ৯৩ জনের বিরুদ্ধে পুলিশের মামলা
প্রকাশিত : ১৯ আগস্ট ২০২১
বরিশালে ইউএনও’র বাস ভবনে হামলার ঘটনায় সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ ৯৩ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) এ মামলা করা হয়। এর আগে, সরকারি বাসভবনে সিটি কর্পোরেশনের কর্মচারী, আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতা পরিচয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান।
সদর উপজেলা চত্বরে ব্যানার, পোষ্টার অপসারণ নিয়ে বুধবার রাত ১০টা থেকে রণক্ষেত্রে পরিনত হয় ঐ এলাকা। এতে আহত হন অর্ধশতাধিক। তাদের অধিকাংশই গুলিবিদ্ধ হন। ঘটনার সূত্রপাত বুধবার রাত সাড়ে ৯টায়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুনিবুর রহমান দাবি করেন, কে বা কারা রাতে অনুমতি ছাড়াই উপজেলা চত্ত্বরে ব্যানার, পোস্টার, বিলবোর্ড ছেড়ার চেষ্টা করে। এসময় ইউএনও তাদের পরিচয় জানতে চাইলে ৫০, ৬০ জন লোকজন এসে তার ওপর হামলা চালায়।
রাতে রণক্ষেত্রে পরিণত হয় সদর উপজেলা চত্ত্বরসহ আশপাশের এলাকা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ- র্যাব লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে নেতাকর্মীদের। এসময় পুলিশকে লক্ষ্য করে ইট ও কাঁচের বোতল নিক্ষেপ করা হয়। এতে পুলিশ, আনসার সদস্যসহ আহত হন অর্ধশতাধিক।