মৌলভীবাজারে বাম জোটের বিক্ষোভ সমাবেশ
প্রকাশিত : ১৯ আগস্ট ২০২১
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজারে ৫ দফা দাবিতে বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলা শাখার বিক্ষোভ সমাবেশ শহরের চৌমোহনা চত্বরে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র সদস্য মঈনুর রহমান মগনু এডভোকেট এর সভাপতিত্বে এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু এডভোকেট এর সঞ্চালনায় আয়োজিত বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন-কমিউনিস্ট পার্টি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মকবুল হোসেন এডভোকেট, কমরেড এডভোকেট মাসুক মিয়া প্রমুখ নেতৃবৃন্দ।
সমাবেশ উপস্থিত ছিলেন- শ্রমিক ফ্রন্ট, যুব ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট ও ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ। বক্তারা ঘোষিত ৫ দফা দাবি তুলে ধরে বলেন- ডিসেম্বর ২০২১ এর মধ্যে সকল প্রাপ্ত বয়স্কদের টিকা প্রদান নিশ্চিত করা। জেলা- উপজেলায় হাসপাতালে বেড সংখ্যা, কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ, হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা, আইসিইউ, ভেন্টিলেটর, ডাক্তার, নার্স, টেকনিশিয়ানসহ জনবল বাড়াও, ফিল্ড হাসপাতাল নির্মাণ করা। করোনাকালে সকল শ্রমজীবী মানুষের খাদ্য, নগদ অর্থ সহায়তা, রেশন ও সুদ মুক্ত ঋণ প্রদান করা। সকল শিক্ষক শিক্ষার্থীকে টিকা দিয়ে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দাও এবং করোনা মোকাবেলায় ব্যর্থ অবৈধ সরকার পদত্যাগ করাসহ ৫ দফা দাবি তুলে ধরেন ।