হবিগঞ্জে নাপা ট্যাবলেটের সংকট!

প্রকাশিত : ১৮ আগস্ট ২০২১

ফরিদ আহমদ শিকদার, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ সহ প্রায় সব উপজেলার বাজারগুলির ফার্মেসীতে এখন প্যারাসিটামল ঔষধের সংকট দেখা দিয়েছে। নাপা, নাপা এক্সট্রা, নাপা এক্সটেন্ড প্যারাসিটামল জাতীয় ঔষধ এখন শহরের মত মফস্বলের সব বাজারেই রয়েছে প্যারাসিটামল ঔষধের সংকট। এই মহামারী করোনার সময় প্যারাসিটামল ঔষধের কার্যকারীতা রয়েছে প্রচুর।করোনা রুগীদের জন্য বিশেষজ্ঞদের পরামর্শ ও প্যারাসিটামল ঔষধের।

বিশেষ করে নাফা, নাফা এক্সেটেন্ড জাতীয় ট্যাবলেটের সংকট বেশি। ফার্মেসীর মালিকদের সাথে আলাপ করে জানা যায়, কিছু দিন ধরে প্যারাসিটামলের চাহিদা বেশি হওয়ায় এবং সাপ্লাই কম থাকায় এই সংকট দেখা দিয়েছে। আবার রুগীরা অভিযোগ করেছেন মাঝে মধ্যে কোন কোন দোকানে পাওয়া গেলেও তার দাম নিচ্ছে বেশি। ঔষধ কোম্পানির প্রতিনিধিদের সাথে কথা বল্লে তারা জানান উৎপাদনের চাইতে চাহিদা বেশি থাকায এই সংকট দেখা দিয়েছে।

আপনার মতামত লিখুন :