কলাপাড়ায় ওয়াশ উদ্যোক্তাদের নিয়ে দুইদিন ব্যাপী প্রশিক্ষন শুরু
প্রকাশিত : ১৮ আগস্ট ২০২১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় ওয়াশ উদ্যোক্তাদের নিয়ে দুইদিন ব্যাপী প্রশিক্ষন শুরু হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভার হল রুমে হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি/আশা) নেদারল্যান্ড ভিত্তিক দাতা সংস্থা সিমাভীর আর্থিক সহযোগিতায় নিউ এরিয়া ওয়াশ এসডিজি ওয়াই এসপি বাংলাদেশ প্রকল্পের উদ্যোগে এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষন উদ্ভোধন করেন পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী ধ্রব লাল দত্ত বনিক, আশা’র শাখা ব্যবস্থাপক মো. ফারুক হোসেন সহ আরো অনেকে। প্রথমদিন তত্ত¡ীয় বিষয়ে প্রশিক্ষন পরিচালনা করেন, হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) এর ট্রেনিং অফিসার মো.আ.কুদ্দুস সরকার। এতে ১৫ জন উদ্যোক্তা অশংগ্রহন করেন।