কুয়াকটায় ট্যুর গাইড এসোসিয়েশনের কমিটি গঠন
প্রকাশিত : ১৮ আগস্ট ২০২১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটকদের সেবা দেয়া গাইডদের নিয়ে ট্যুর গাইড এসোসিয়েশন নামে একটি সংগঠনের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় হোটেল কুয়াকাটা ইন’র হল রুমে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।
এতে আন্ধারমানিক ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক কেএম বাচ্চুকে সভাপতি ও বিডি ভিউ ট্যুর ট্রাভেলস্’র ব্যবস্থাপনা পরিচালক শামিম হোসেন রেজাকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে।
এর আগে ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা টোয়াক’র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনুর সঞ্চালনায় সাধারন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হোসেন হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ বদরুল আলম,কাউন্সিলর শহীদ দেওয়ান প্রমুখ।