ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ পরিচালনার সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের অবহিতকরন সভা
প্রকাশিত : ১৮ আগস্ট ২০২১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ পরিচালনার সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে দরবার হলে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের পরিচালক (ভূমি রেকর্ড) মুহাম্মদ ওয়াহিদুজ্জামান এনডিসি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল, বরিশাল জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা মো.রেজাউল বারী, চার্জ অফিসার আব্দুল আজিজ ভ‚ঞা, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন হিরন প্রমুখ।