কাবুলসহ দেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর নারীদের বিষয়ে যা বলল তালেবান

প্রকাশিত : ১৭ আগস্ট ২০২১
ছবি: সংগৃহীত

কাবুলসহ দেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর মঙ্গলবার প্রথমবার সংবাদ সম্মেলন করেছে তালেবান। এ সময় নারীদের অধিকার নিয়ে সংবাদ সম্মেলনে আশ্বস্ত করা হয়। আফগানিস্তানের স্থানীয় সময় রাত ৮টার দিকে কয়েকজন শীর্ষ নেতাকে নিয়ে সংবাদ সম্মেলন করেছেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তিনি বলেন, নারীরা আমাদের কাঠামোর মধ্যে থেকে কাজ করতে পারবেন।

ইসলামি শরিয়াহ অনুযায়ী তাদের অধিকারের সুরক্ষা নিশ্চিত করা হবে। জবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করতে চাই যে কেউ ক্ষতিগ্রস্ত হবে না। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কোনো সমস্যা করতে চাই না। আমাদের ধর্মীয় নীতি অনুসারে কাজ করার অধিকার আমাদের আছে।’

তিনি বলেন, ‘অন্যান্য দেশের বিভিন্ন পন্থা, নিয়ম-কানুন আছে। অন্যদের মতো আমাদেরও (আফগানদের) মূল্যবোধ অনুযায়ী নিজস্ব নিয়ম-কানুন থাকার অধিকার রয়েছে। আমরা শরিয়াহ আইনের অধীনে নারীদের অধিকারের প্রতি সর্বদা অঙ্গীকারবদ্ধ।’

নারীদের অধিকার প্রসঙ্গে তালেবানের নীতি নিয়ে এসব জানিয়ে তিনি আরও বলেন, ‘তারা (নারীরা) আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে যাচ্ছে। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করতে চাই যে কারো মধ্যে কোনো বৈষম্য থাকবে না।

আপনার মতামত লিখুন :