জাতীয় শোক দিবস উপলক্ষে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় আলোচনা সভা
প্রকাশিত : ১৬ আগস্ট ২০২১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় আলোচনা সভা আনুষ্ঠিত হয়েছে। রবিরার সন্ধ্যা সাড়ে ছয়টায় কুয়াকাটা পৌর আওয়ামীলীগের উদ্যোগে পর্যটন হলিডে হোমস এর সামনে এ সভা অনুষ্ঠিত হয়। কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল বারেক মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিবুর রহমান মহিব এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা আক্তার রেখা, ঢাকা দক্ষিণ মহানগর যুবলীগের সহ সভাপতি মুরসালিন আহমেদ। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি পান্না মিয়া, অনন্ত মুখার্জি, সাংগঠনিক সম্পাদক মাহবুব আকন, যুগ্মসাধারণ সম্পাদক অনন্ত মুখার্জি, কুয়াকাটা পৌর যুবলীগের আহ্বায়ক ইসাহাক পৌর ছাত্রলীগের সভাপতি মজিবর হাওলাদার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা জাহিদুল ইসলাম। পৌর আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ,শ্রমিক লীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষে কুয়াকাটা পৌর আওয়ামী লীগ উদ্যোগে দিনভর নানা কর্মসূচি পালন করেন।