শোক দিবসে কলাপাড়ায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান

প্রকাশিত : ১৫ আগস্ট ২০২১

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় ২ হাজার ৫ শ’ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। রবিবার বিকাল তিনটায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের আশ্রয়ন প্রকল্প স্বপ্নের ঠিকানা’র মাঠে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল) এর সিএসআরের উদ্যোগে ওইসব মানুেেষর হাতে এ সহায়তা তুলে দেয়া হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের তত্তবধায়ক প্রকৌশলী (অপারেশন) শাহ আবদুল হাসিব, তত্ত¡াবধায়ক প্রকৌশলী (মেইনটেইনেন্স) জোবায়ের আহমেদ ও তত্তবধায়ক প্রকৌশলী (সিভিল) রেজওয়ান ইকবাল খান। এছাড়া উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) জগৎ বন্ধু মন্ডল, ধানখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াজ তালুকদারসহ বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল) সূত্রে জানা গেছে, উপজেলার মহিপুর, লতাচাপলী, চম্পাপুর, লালুয়া, টিয়াখালী ও ধানখালী ইউনিয়নের ২ হাজার ৫শ’ হতদরিদ্র পরিবারের মাঝে এ সহায়তা প্রধান করা হয়েছে। প্রত্যেক পরিবারকে ১২ কেজি চাল, ৩ কেজি আটা, ২ কেজি মসুরের ডাল, ১ লিটার সয়াবিন তৈল, ২ কেজি লবন, ১ কেজি চিনি, ৩ টি সাবান ও ৫ টি করে মাক্স বিতরন হয়।

আপনার মতামত লিখুন :