যথাযোগ্য মর্যাদায় দশমিনায় জাতীয় শোক দিবস পালিত
প্রকাশিত : ১৫ আগস্ট ২০২১
সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় পটুয়াখালীর দশমিনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকাল থেকে উপজেলা জুড়ে নানা কর্মসূচির গ্রহণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্তরে সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন মো. আল আমিন।
এর পরে একে একে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল কাউয়ুম, থানা ওসি জসিম, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, সরকারি-বেসরকারি অফিস আদালত, ও সাহিত্য সাংস্কৃতিক সংগঠন প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়া দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, দোয়া মাহফিল ও উপজেলার বিভিন্ন স্থানে গণভোজের আয়োজন করা হয়েছে।