এখন নদী দখলকারীরা পালায় : খালিদ মাহমুদ চৌধুরী এমপি
প্রকাশিত : ১৪ মার্চ ২০২০
মোহাম্মদ তাজুল ইসলাম: বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের উদ্যোগে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে “দূষণ ও দখল মুক্ত নদী প্রবাহ’ শীর্ষক সেমিনার অদ্য ১৪ মার্চ শনিবার সকাল ১০.০০টায় ঢাকার জাতীয় প্রেসক্লাব জহুর হোসেন চৌধুরী হল রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহ্মুদ চৌধুরী, এমপি, তার বক্তব্যে বলেন একসময় নদী দখলকারীদের ভয়ে নদী আন্দোলনকারীদের পালিয়ে বেড়াতে হতো কিন্তু এখন দখলকারীরা পালিয়ে বেড়য়। নদী শুধু নদী নয়, সমগ্র বাংলাদেশের উন্নয়নের সাথে নদী জড়িত। নদী গবেষণার বিষয়গুলো আমাদের দেশে দুর্বল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারনদীর ব্যাপারে জিরো ট্রলারেন্স নীতি গ্রহণ করেছেন।
সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আনোয়ার সাদত বলেন, নদী আমাদের অস্তিত্ব তাকে যেকোন মূল্যে রক্ষা করতে হবে। নদীর পাড়ের মানুষদের সাথে নদী বিষেষজ্ঞদের সুসম্পর্ক গড়ে তুলতে হবে এবং নদী রক্ষায় তাদের মতামত নিতে হবে। নদী দূষণকারীদেরও তালিকা প্রস্তুত করতে হবে। সাধারণ সম্পাদক এড. আনোয়ার হোসেন বলেন দখল ও দূষণকারীদের কে নদী আদালত গঠনের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট নদী গবেষক মাহবুব সিদ্দিকী বাংলাদেশের নদ-নদীর প্রকৃত সংখ্যা বিষয়ক এবং বিশিষ্ট নদী ও পানী প্রকৌশলী ড. প্রকৌশলী মোঃ লুৎফর রহমান নদী ভাঙ্গন প্রতিরোধ বিষয়ক প্রবন্ধ। প্রবন্ধের উপর আলোচনায় রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন বলেন ভাঙ্গন রোধের প্রথাগত পদ্ধতির সাথে প্রবন্ধের মিল রয়েছে যা সত্যিই টেকসই দেশীয় প্রযুক্তি।
সেমিনারে আলোচনায় অংশগ্রহণ করেন বুড়িগঙ্গা বাচাঁও আন্দোলনের আহ্বায়ক মিহির বিশ্বাস বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সহ-সভাপতি এডভোকেট খন্দকার আমিনুল হক টুটুল, একরাম এলাহী খান সাজ, ড. মো. মহসীন আলী মন্ডল প্রিন্স। যুগ্ম সম্পাদক ড. বোরহান উদ্দিন অরণ্য, মোঃ তাজুল ইসলাম,, সাংগঠনিক সম্পাদক মো. বশির উদ্দিন, ঢাকা মহানগরির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য সাংবাদিক আনিছুর রহমান, সাংবাদিক মহসীনুল করিম লেবু।
জীববৈচিত্র বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হাছিবুর রহমান, মো. এড. শহীদুল্লাহ, সাংবাদিক আবিদ হোসেন বুলবুল, প্রিন্সিপাল হুমায়ুন কবির, নারায়নগঞ্জ জেলা সভাপতি কবি জামান ভূইয়া, হাজী মাসুদ, কুমিল্লা জেলার সভাপতি সঞ্জয় চক্রবর্তী, পাবনা জেলার সভাপতি কেএম নাজমুল হাসান, পুরান ঢাকার সভাপতি মো. শহিদুল্লাহ, প্রফেসর আমিনুল ইসলাম লিন্টু, নারীনেত্রী শাহ্নাজ পারভীন, নদীযোদ্ধা মিজানুর রহমান।