গোগনগরে যুবলীগ নেতা শিপলুর উদ্যোগে শাহাদাত বার্ষিকী পালন
প্রকাশিত : ১৫ আগস্ট ২০২১
মোঃ পন্ডিত হোসেন, নারায়ণগঞ্জ: সদর উপজেলার গোগনগর জাতির জনক বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মিলাদ দোয়া ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (১৪আগষ্ট) সকালে গোগনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সদর থানা যুবলীগ নেতা আবু সাঈদ শিপলুর উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা আমি লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নাজির উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আবু হোসেন সিদ্দিকী সাবেক কমান্ডার সদর থানা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড। অনুষ্ঠান সূচির মধ্যে ছিল সকালে জাতির জনক প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, সকাল ১১টায় মিলাদ ও দোয়া শেষে রান্না করা গরীবদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গোগ নগরের বীর মুক্তিযোদ্ধা এস এম গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম খান, বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন তপু, বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন, বীর মুক্তিযোদ্ধা শের মোহাম্মদ, সাবেক ব্যাংককার ও সমাজ সেবক ওসমান গনি, মুসিন্দাবন্দ শালিস আতাউর রহমান রতন, জাহাঙ্গীর, সালাম চৌধুরী,মহিউদ্দিন, আ:আকিম, মাসুদ রানা, মতি, হাজী মান্নান, প্রমূখ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন পদ্মা মেডিকেল সার্ভিসেস,রমিজ,আমিরকবির, ইকবাল প্রধান বাপ্পী, জাহাঙ্গীর,
পারভেজ, বাহালুল, সজিব, ফয়সাল, জুয়েল, মিরাজ, কাউসার, বাবু, সাকিব, আব্দুর রহমান ও ইসরাফিল।