গলাচিপায় এন.জেড মাদ্রাসার অধ্যক্ষের বাবার মৃত্যু
প্রকাশিত : ১৫ আগস্ট ২০২১
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় এন.জেড মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আবদুল হাই এর পিতা মোঃ নুরুল ইসলাম প্যাদা(৭০) আর নেই। শনিবার ১৪ই আগস্ট সকাল ১০টার পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বিকেলে তার গ্রামের বাড়ি কলাগাছিয়া ইউনিয়নে কল্যানকলস গ্রামের বাড়িতে বাদ আছর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনকাজ সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে উপজেলা শিক্ষামহল ইউনিয়নের সকলস্থরের জনগন শোক প্রকাশ করেন।