সারোয়ার আলমের বিরুদ্ধে রিট বাতিলের দাবিতে মানববন্ধন
প্রকাশিত : ১৪ মার্চ ২০২০
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের বিরুদ্ধে হাইকোর্টে দায়ের করা রিট বাতিলের দাবি জানিয়েছে নিরাপদে চলি সোসাইটি ও সংশোধন চলচ্চিত্র পরিবার নামের একটি সংগঠন। আজ শনিবার (১৪ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম ভেজাল ওষুধের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন। ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন। অভিযান পরিচালনার সময় তিনি কারও ধার ধারেননি কখনো। এমনকি অভিযান চালানোর সময় তার পরিবারের কারও কল পর্যন্ত রিসিভ করেন না। এমন একজন ভালো মানুষের বিরুদ্ধে যিনি মিথ্যা রিট দায়ের করেছেন, আমরা তার বিচার চাই এবং সেই কুচক্রী ব্যক্তির মুখোশ উন্মুক্ত দেখতে চায় দেশের মানুষ।
তারা আরও বলেন, সারোয়ার আলমের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা রিট বাতিল করতে হবে এবং এই ঘটনার জন্য ক্ষমা না চাইলে রিটকারীর বিরুদ্ধে সারাদেশের মানুষ আন্দোলন করবে। মানববন্ধনে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের চেয়ারম্যান মো. আলিমুল্লাহ খোকন, চলচ্চিত্র নির্মাতা মো. রাসেল মিয়া, মনিরুল ইসলাম প্রমুখ।