রাজধানীর মিরপুরের বেনারসি ঝুটপট্টিতে ভয়াবহ আগুন
প্রকাশিত : ১৪ মার্চ ২০২০
রাজধানীর মিরপুর ১০ নম্বরে বেনারসি পল্লির ঝুটপট্টি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। আজ শনিবার (১৪ মার্চ) দুপুর দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার।
তিনি বলেন, দুপুরে স্থানীয় লোকজন আগুন লাগার খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট সেখানে পৌঁছায়, পরে আরও একটি ইউনিট যোগ দেয়; তারা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত অবস্থায় একজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রেড ক্রিসেন্ট সোসাইটি তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠিয়েছে।