মোবাইল কেনার টাকা না পেয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
প্রকাশিত : ১৩ আগস্ট ২০২১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় মায়ের কাছে মোবাইল কেনার টাকা না পেয়ে মাদ্রাসা শিক্ষার্থী মো.জুনায়েদ আহম্মেদ সাব্বির (১৭) আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার গভীর উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামে এমন ঘটনা ঘটে। মৃত সাব্বির ঢাকার একটি মাদ্রাসার আলিম ১ম বর্ষের ছাত্র।
তার পিতার নাম মাওঃ নজরুল ইসলাম। মৃত পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন থেকে সে তার মায়ের কাছে মোবাইল ক্রয় করার জন্য পাঁচ হাজার টাকা চায়। তার মা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মায়ের সাথে অভিমান করে বৃহস্পতিবার রাতে কিটনাশক পান করে। অসুস্থ্য হয়ে পড়েলে প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
পরে প্রাখমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল রেফার্ড করলে পথিমধ্যে তার মৃত্যু হয়। কলাপাড়া থানার ওসি মো.মোস্তাফিুর রহমান জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।