নওগাঁর আত্রাই উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
প্রকাশিত : ১২ আগস্ট ২০২১
রওশন আরা শিলা, নওগাঁ প্রতিনিধি: আত্রাই উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (12 আগষ্ট) বেলা এগারো টায় উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলার সকল ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের সঞ্চলনায় সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, ইউপি চেয়ারম্যান মোঃ আক্কাছ আলী, প্রভাষক নাহিদ ইসলাম নাদিম, আফছার আলী প্রামানিক, আব্দুল মান্নান মোল্লা, জান বক্স আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্ফনা অফিসার ডাঃ রোখসান হ্যাপী, উপজেলা প্রকৌশলী পারভেজ নেওয়াজ, আত্রাই থানা অফিসার ইনচাজ (ওসি) আবুল কালাম আজাদ, উপজেলাপ্রকল্প বাস্তবায়ন অফিসার পিআইও (দায়িত্ব প্রাপ্ত) মোঃ মেহেদী হাসান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ জিল্লুর রহমান, উপজেলা সমবায় অফিসার নিজাম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, উপজেলা সমাজ সেবা অফিসার সাইফুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
গ্রামীন অবোকাঠামো, উন্নয় মূলক বিভিন্ন প্রকল্প চাহিদা ইউপি চেয়ারম্যানদের নিকট আহ্বান করা হয় যাহা নতুন অথ-বছরের বরাদ্ধ পাওয়া গেলে চাহিদা অনুসারে আলোচনার ভিত্তিতে কার্যকর করা হবে বলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম জানান।