কলাপাড়া হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিতরন

প্রকাশিত : ১২ আগস্ট ২০২১

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।পটুয়াখালীর কলাপাড়ায় “ঢাকাস্থ কলাপাড়া সমিতি” করোনা রোগীর সেবায় দু’টি অক্সিজেন সিলিন্ডার বিতরন করেছে। বুধবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিলিন্ডার দুটি বিতরন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্তকর্তা ডা.চিন্ময় হাওলাদার সিলিন্ডার দু’টি গ্রহন করেছেন।

এসময় ঢাকাস্থ কলাপাড়া সমিতির সদস্য মো.ইয়াকুব খান উপস্থিত ছিলেন। সমিতির সাধারন সম্পাদক মো.শওকত হোসেন সানু বলেন, কলাপাড়ায় পৌরশহরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে করোনা উপসর্গ নিয়ে শতশত মানুষ দিনাতিপাত করছে । এ সব মানুষের সহায়তায় তারাও দু’টি অক্সিজেন সিলিন্ডার বিতরন করেছেন বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :